ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পল্লবীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার কথা ছিল। কিন্তু শোক দিবস পালন উপলক্ষে এটি স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পি এই তথ্য জানিয়েছেন।
উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পি জানান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।












The Custom Facebook Feed plugin