মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিশ্ব রেকর্ড

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১০, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অষ্টম ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে ৬ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার হায়দ্রাবাদ স্টেডিয়ামে ভারত ম্যাচের রিপ্লে দেখিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মতো ২ রানে ৩ উইকেট পড়েনি পাকিস্তানের। তবে শ্রীলঙ্কার ৩৪৪ রান তাড়া করতে নেমে ৩৭ রানে ২ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোও সহজ কথা নয়। জোড়া সেঞ্চুরিতে সেটাই করেছে পাকিস্তান।

এর আগে, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৮ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। গত বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রান তাড়া করে। বিশ্বকাপে ওটাই ছিল সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

আগে বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২৬৩। তাও সেটা ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে এবার ওই সব রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ৩৪০ ছাড়ানো রান তাড়ার রেকর্ডও গড়েছে।

মঙ্গলবার টস জিতে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। শুরুতে উইকেট হারালেও ওপেনার পাথুন নিশাঙ্কার ৫১ রানের ইনিংস খেলে দলকে ১০২ রানের জুটি দেন। তার সঙ্গে ক্রিজে থাকা কুশল মেন্ডিস খেলেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে ১৪টি চার ও ছয়টি ছক্কার শট আসে।

সর্বশেষ - আইন-আদালত