অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। সেই ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে দেশটি। বাকি ঋণ চলতি বছরের মধ্যে পরিশোধের কথা রয়েছে।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ১০০ মিলিয়ন ডলার ও ২ দশমিক ৮৭ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে শ্রীলঙ্কা। মেজবাউল হক আরও জানান, গত মাসের ১৭ তারিখে ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল শ্রীলঙ্কা। এ ছাড়া চলতি বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করার ব্যাপারে আশা প্রকাশ করেছে দেশটি।
এর আগে মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর একই মাসে দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়া হয়।












The Custom Facebook Feed plugin