বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সচিবালয়ে সুনসান নীরবতা, ভোটের প্রচারণায় ব্যাস্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৮, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন সরকারের অধীনে চলছে দেশের কার্যক্রম। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সদস্য প্রার্থী হিসেবে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এখন নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সব সময় সরগরম থাকা সচিবালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরগুলো তাই এখন সুনসান। দর্শনার্থীদের ভিড় নেই। আনাগোনা কম তদবিরকারীদের। সচিবরা চালিয়ে নিচ্ছেন অল্পবিস্তর কাজ। কোনো কোনো দপ্তরে গল্প-আড্ডাও চলছে কাজের ফাঁকে।

নির্বাচনকালীন সরকার হওয়ায় সচিবালয়ের কাজের পরিধি আগেই কিছুটা কমেছে। এখন চলছে রুটিন কাজ। এর মধ্যে আবার মন্ত্রীরা অফিস না করায় সচিবালয়ের কাজে এসেছে শিথিলতা। কোনো কোনো কর্মকর্তা দেরি করে আসছেন। কাজের চেয়ে বেশি সময় মশগুল থাকছেন সহকর্মীদের সঙ্গে আলোচনা-গল্পে।

তবে নির্বাচনের কাজের সঙ্গে সম্পর্কিত মন্ত্রণালয়গুলোতে রয়েছে ব্যস্ততা। সেই মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরাও অফিস করছেন বেশি। প্রচারণার ফাঁকে অফিসেও সময় দিচ্ছেন তারা।

আমরা রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নতুন কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না। আগের প্রকল্পগুলোই চলছে।- খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী

সব মন্ত্রী-প্রতিমন্ত্রী অফিস না করায় সচিবালয়ে তদবিরকারীদের সংখ্যাও কমে গেছে। আগের চেয়ে এখন অনেক কম পাস ইস্যু হচ্ছে বলে জানিয়েছেন সচিবালয়ের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা।

টেকনোক্র্যাট দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগের পর এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৪ জন। এর মধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

সর্বশেষ - রাজনীতি