দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে মিলেছে দুই ভাইয়ের মরদেহ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
দুই শিশু হলো- শংকরপুর ঘোড়ানীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইমন (৭) ও ইমরান (৩)।
বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












The Custom Facebook Feed plugin