শনিবার , ১২ মার্চ ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সানি লিওনি কি এখন ঢাকায়?

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১২, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

বলিউড তারকা সানি লিওনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। শনিবার (১২ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওনি।

সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে।

তাঁর পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওনি লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। ’

 

অন্য একটি ছবিতে সানি লিওনির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েভার ও সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসকে দেখা গেছে। ছবির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘বাংলাদেশের পরিবারের সঙ্গে কিছু আনন্দময় সময়’।

kalerkantho

এর আগে পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় বলিউড অভিনেত্রী সানি লিওনির ভিসা বাতিল হয়েছে, গতকাল জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি সে সময় বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাঁদের একজন ছিলেন সানি লিওনি। কিন্তু তাঁর সানি লিওনি নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। ‘

সর্বশেষ - আইন-আদালত