করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
হাবিবুল আউয়াল করোনায় সংক্রমিত হওয়ায় তাঁর অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করবে।
গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আজ সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৫।












The Custom Facebook Feed plugin