ভারতের উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ফেটে যাওয়ার কারণে লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে এএনআই ও এনটিভি জানিয়েছে, তাদের খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে।
সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে নিচের দিকে পানির স্তর বেড়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ১৫-২০ ফুট উচ্চতা পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটমের কাছে বারডাং-এ পার্ক করা সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনডিটিভি বলছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।
এদিকে হঠাৎ বন্যার ঘটনায় সিকিম প্রশাসন সেখানকার বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে নিহত ২১ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে নিহত ২১
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিকিমের চুংথাং হ্রদ উপচে পড়ায় তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ‘গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুগ্রহ করে সতর্ক থাকুন।’












The Custom Facebook Feed plugin