দ্বাদশ সংসদ নির্বাচকে ঘিরে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, অন্য জেলার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে আরেক থানার পরিদর্শককেও (তদন্ত) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কাউকে বদলি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসককে বদলির অনুরোধ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া পৃথক চিঠিতে চাঁদপুরের মতলব (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে।












The Custom Facebook Feed plugin