রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২০ অক্টোবর থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

আগামী ২০ অক্টোবর চালু হতে যাচ্ছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ (এমআরটিআই লাইন-৬) আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ওইদিন বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ১৬ সেপ্টেম্বর এমআরটিআই লাইন-৫ এর নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন। পরে অতিথিদের নিয়ে ট্রেনে করে আগারগাঁও আসেন।

এরপর ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। তখন থেকে সপ্তাহে ছয় দিন নিয়মিত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

সর্বশেষ - আইন-আদালত