বুধবার , ১২ জুন ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে: তাপস

প্রতিবেদক
Newsdesk
জুন ১২, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ ঘণ্টার মধ্যে কোরবানি ও হাটের পশুর সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, এর মধ্যে ২৪ ঘণ্টায় কোরবানির পশু এবং ৭২ ঘণ্টা হাটের পশুর বর্জ্য পরিষ্কার করা হবে।

বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

দক্ষিণের মেয়র বলেন, পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা তিন থেকে চার দিন কাজ করেন। তাই ঢাকাবাসী ঈদের দুই দিনের মধ্যে কোরবানি শেষ করলে ভালো হয়।

তাপস বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। পশুর হাটের কারণে নগরে যানজট হবে না, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষ নামাজ পড়বেন জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে সাতটায় জামাত অনুষ্ঠিত হবে।

এবার ঈদে বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন বৃষ্টির কারণে নামজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নারী, কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন জানিয়ে তিনি বলেন, ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত