বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অভিবাসন বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ডাবলিন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২২, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

এবার অভিবাসন বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

এতে বলা হয়, ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। পরে তা রূপ নেয় সহিংসতায়। মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয় শহরের কেন্দ্রে। মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং ‘আইরিশ লাইভস ম্যাটার’ ও ‘গেট দেম আউট’ লেখা পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে তারা। পুলিশ ভ্যানে আগুনও ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে।

সর্বশেষ - আইন-আদালত