বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অর্ধশত আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর শঙ্কা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

রাশিয়ার পূর্বাঞ্চলে অর্ধশতাধিক আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহীর নিহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের বিষয়ে সরকারিভাবে জানানো হয়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে। খবর রয়টার্সের

এর আগে, বৃহস্পতিবার উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। প্লেনটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেব অনুযায়ী উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম— প্রায় ৪০ জন হতে পারে।

জানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা প্লেনটির শেষ যোগাযোগ, ফ্লাইটপথ এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বিশ্লেষণ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভরিতে ‌৩১৫০ টাকা বেড়ে আবারও সোনার দামে  রেকর্ড

কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ

টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি!

রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা

গোপালগঞ্জে ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা

‘বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত’ ড. ইউনূসকে মোদি

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সেনা প্রত্যাহার বিষয়ে ‘খোলাখুলি আলোচনা’ করল ভারত-মালদ্বীপ

অন্যদের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়, প্রয়োজনে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত