শুক্রবার , ৬ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না: মাস্ক

প্রতিবেদক
Newsdesk
জুন ৬, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ

মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিচ্ছে। প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফার পর এবার মাস্ক সরাসরি দাবি করেছেন, তিনিই না থাকলে ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মাস্ক লেখেন, “আমাকে ছাড়া ট্রাম্প হারতেন। ডেমোক্র্যাটরা হাউসের দখল নিত, আর রিপাবলিকানরা সিনেটে ৫১-৪৯ ব্যবধানে পিছিয়ে থাকত।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, শুরু হয়েছে নতুন উত্তেজনা।

অন্যদিকে, বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “ইলনের আচরণ অত্যন্ত হতাশাজনক। আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন সেটি থাকবে কিনা বলা মুশকিল।” তিনি আরও জানান, ইলনকে শীর্ষ উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পর তার কাছ থেকে ভিন্নধর্মী সহযোগিতা প্রত্যাশা করেছিলেন।

প্রসঙ্গত, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ককে “সরকারি দক্ষতা বিষয়ক দফতর”-এর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল প্রশাসনিক খরচ কমানো। কিন্তু ট্রাম্পের নতুন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নিয়ে দ্বিমত পোষণ করে মাস্ক পদত্যাগ করেন।

বিলটির সমালোচনায় মাস্ক বলেন, “একটি বিল বড় হতে পারে, আবার সুন্দরও হতে পারে। কিন্তু দুইটাই একসঙ্গে হলে তা বিপজ্জনক হতে পারে। এই বিল ২.৫ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি ডেকে আনবে। কংগ্রেস দেশকে দেউলিয়া করে দেবে।”

সর্বশেষ - আইন-আদালত