সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘আ. লীগ নেতাকর্মীরা শরণার্থী, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত’

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী মন্তব্য করে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে ‘খোলা হাওয়া’ নামক সংগঠন আয়োজিত ‘বাংলাদেশ ইন ক্রাইসিস’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতীয় নাগরিক হিসাবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছেন, তাদের দয়া করে জেলে পুরবেন না। আগেও হাসিনা, বঙ্গবন্ধু মুজিবরের পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে। আমি অনুরোধ করব, জাত-ধর্ম কিছু দেখতে হবে না, যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন, তাদের তাড়াবেন না। তারা শরণার্থী।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে, তাদের জেলে ভরবেন না। রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আওয়ামী লীগের লোকেরা রোহিঙ্গা নন।’

ছয় মাসের মধ্য়ে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিশে যায়, তাতে অবাক হবেন না মন্তব্য করে বিজেপি নেতা বলেন, ‘যার সঙ্গে বাংলাদেশের আত্মিক কোনো যোগ নেই, মিস্টার ইউনূস কার্যত এনজয় করছেন, নিজের গ্রামীণ ব্যাংককে রক্ষা করছেন। সম্প্রতি যে কর বসিয়েছেন, তাতে ২০২৯ সাল পর্যন্ত করছাড় পেয়েছে গ্রামীণ ব্যাংক। অপারেশন ডেভিল হান্ট-এই সব কিছুই ওনার হাতে নেই। হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করে শেষ করছে। যদি তারা কিছু বলতে না পারেন, তবে কোনো একদিন সকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জুড়ে যায়, আমি তো অবাক হব না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে কার্যত পাকিস্তানই চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত একদিনও নিজের অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। ওখানে যে মৌলবাদী সরকার দেশ চালাচ্ছে, সেখানে বিএনপির কোনো ভূমিকা নেই, আওয়ামী লীগ তো ছেড়েই দিন। জাতীয় পার্টিরও ভূমিকা নেই। কার্যত সকলকে জেলে ঢুকিয়ে দিয়েছে। জামাতের লোকরা চালাচ্ছে, যারা ১৯৭১-এ পাকিস্তানকে সমর্থন করেছিল। জামাতের অফিসে পাকিস্তানের রাষ্ট্রদূত আসছে, সব কাজে নাক গলাচ্ছে।’

বাংলাদেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে ওরা সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারকবাহক, সমর্থক, তাদের বর্ডার গার্ড, শিক্ষা কমিটি, সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে। এমনকী ভাস্কর্যও মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু মুজিবর রহমান নয়, রবীন্দ্রনাথের একটা ভাস্কর্যও বাংলাদেশে নেই। চট্টগ্রামে গান্ধীজির স্মারক ভেঙে ফেলা হয়েছে। ইন্দিরা গান্ধীর নামে যে লাইব্রেরি ছিল, তা ধ্বংস করে দেওয়া হয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা অস্বীকার করার জন্য। এই ধ্বংস যদি বন্ধ না হয়, তবে ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত পাকিস্তানের হাতে চলে যাবে। ওয়ান ফাইন মর্নিং বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে- পাকিস্তানের সঙ্গে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইছি।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারে কূটনীতিকদের সহায়তা চায় বিএনপি

পুলিশ জনগণের শত্রু নয়, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনও সমাধান হতে পারে না: তারেক রহমান

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

আজ থেকে শুরু ঢাবির ভর্তি আবেদন, আবেদন করবেন যেভাবে

বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

মানি লন্ডারিংয়ে প্রচুর টাকা বিদেশে চলে গেছে: সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিএনপি’র গণ সমাবেশে বাধা কার লাভ কার ক্ষতি!