২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে আগাম বরখাস্ত করার অনুমোদন দেয়। তিনি ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ পান।
এক ভিডিওবার্তায় নেতানিয়াহু রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সময়ের সঙ্গে অবিশ্বাস বাড়ায় তিনি রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।
নেতানিয়াহুর সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জেরুজালেমে সরকারবিরোধী আন্দোলন আরও উত্তাল হয়। গাজায় নতুন করে হামলার বিরোধিতা করা অনেকে বিক্ষোভে যোগ দেন।
এদিকে গত মঙ্গলবার থেকে ইসরাইল গাজায় তাদের ভাষায় ‘হামাসের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে তুমুল হামলা শুরু করেছে, যা দুই মাস ধরে কোনোমতে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতির চূড়ান্ত ইতিও ঘটিয়েছে।
শিন বেট ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং গাজায় যুদ্ধে এটি অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছিলেন। এর কার্যক্রম ও সদস্যপদ রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হয়।
অনেকে এ বরখাস্তের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন। নেতানিয়াহুবিরোধী খ্যাত ইসরাইলের অ্যাটর্নি জেনারেলও শিন বেটের প্রধানকে বরখাস্তের ঘটনার সমালোচনা করেছেন।
৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়েছিলো বলে দাবি তেল আবিবের।
ওই ঘটনার পর ইসরাইল গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ১৫ মাসের ইসরাইলি হামলায় ৪৮ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।