শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, নিহত বেড়ে ৩০০

প্রতিবেদক
Newsdesk
জুন ১৩, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

ভারতের গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।

সিভিল এভিয়েশন মিনিস্টার (বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী) রাম মোহন নাইডু কিঞ্জরাপু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন,‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ২৮ ঘণ্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।’

তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গিয়েছে না কি দু’টি, তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি।

প্লেনে সাধারণত দু’টি ব্ল্যাক বক্স থাকে। এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার। একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে, যাতে তদন্তকারীরা পাইলটরা কী বলছেন তা শুনতে পারেন। রেকর্ড হওয়া যে কোনেো অস্বাভাবিক শব্দও শুনতে পারেন। অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে।

প্রসঙ্গত, ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।

জানা যায়, বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সূত্র : বিবিসি

সর্বশেষ - আইন-আদালত