সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২১, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহের লক্ষণ দেখা গেছে। বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নেতানিয়াহুর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

সর্বশেষ - আইন-আদালত