রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজা যুদ্ধ ও জিম্মি চুক্তির নিয়ে রাতেই উচ্চ পর্যায়ের বৈঠকে নেতানিয়াহু

প্রতিবেদক
Newsdesk
জুন ২৯, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

গাজা যুদ্ধ ও জিম্মি চুক্তির নিয়ে আজ রাতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৯ জুন) রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেয়ারশেবাতে আইডিএফ সাউদার্ন কমান্ডের সদর দপ্তরে গাজা যুদ্ধের বিষয়ে একটি বৈঠক করবেন। এতে জিম্মিদের নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অন্য মন্ত্রী, নেতানিয়াহুর সহযোগী এবং ঊর্ধ্বতন আইডিএফ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে সকালে ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।’

এরপরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা বর্বরতা বন্ধের একটি আভাস এলো।

অপরদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত