মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চীনে ভিড়ের মধ্যে উঠে গেলো গাড়ি, নিহত ৩৫

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ৪৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্টেডিয়ামের সামনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর ৬২ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

china 2

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফ্যান। তিনি ঝুহাই স্টেডিয়ামের সামনে থাকা ব্যরিকেড গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় তার গাড়ির নিচে চাপা পড়েন অর্ধশতাধিক বেসামরিক মানুষ।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার সময় তিনিও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কোমায় রয়েছেন। কোমায় থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মানসিক চাপে ছিলেন ফ্যান। আর এ কারণেই তিনি লোকজনের ওপর চালিয়ে দিয়েছেন বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।

china

এদিকে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে।

এসব ফুটেজে দেখা যায়, হামলার সময় ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়ে আছেন। স্থানীয় উদ্ধারকর্মীরা আহতদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

সর্বশেষ - আইন-আদালত