রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পরপরই সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হবে।

জার্মানির জনমত জরিপ প্রতিষ্ঠান এআরডি-ডাচল্যান্ডট্রেন্ডের সবশেষ জরিপ অনুসারে, জার্মান জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো অভিবাসন, যা ৩৭ শতাংশ মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। গত মাসের তুলনায় এটি ১৪ শতাংশ বেড়েছে।

german-problem

এছাড়া অর্থনীতির অবস্থা, সশস্ত্র সংঘাত, পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, অসমতা, দারিদ্র্যতা, শিক্ষা, সন্ত্রাস ও অপরাধ, পেনশন ব্যবস্থা, মুদ্রাস্ফীতি ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো আলোচনায় আছে।

অবশ্য জরিপ বলছে, সম্প্রতি অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এ অবস্থায় নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনের পর প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হলেও ডাকযোগে প্রদত্ত ভোটসহ চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।

German-election

নতুন চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়াও সময়সাপেক্ষ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর, বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠনের জন্য জোট আলোচনা শুরু  করবে। এই আলোচনা সফলভাবে সম্পন্ন হলে, ফেডারেল প্রেসিডেন্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থীর নাম চ্যান্সেলর পদে প্রস্তাব করবেন। সংসদে ভোটাভুটির মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

সর্বশেষ - বাংলাদেশ