বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জ্যামাইকার পর কিউবার দিকে ভয়ঙ্কর হারিকেন মেলিসা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৯, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার এটি কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। ইতোমধ্যে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেলিসা বর্তমানে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়।

বিশেষজ্ঞদের ধারণা, বুধবারের মধ্যেই এটি ক্যাটাগরি-৪ মাত্রার হারিকেন হিসেবে কিউবায় আঘাত হানতে পারে। দেশটির উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো ও পূর্বাঞ্চলীয় হোলগুইন প্রদেশে অন্তত ২ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে।

কিউবার উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমরা এমন কিছু আগে কখনও দেখিনি।”

প্রতিবেদন অনুযায়ী, জ্যামাইকার নিউ হোপ এলাকায় মঙ্গলবার দুপুরে ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা ক্যাটাগরি-৫ মাত্রার সমান।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) মেলিসাকে “শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়” হিসেবে আখ্যায়িত করেছে। ইতোমধ্যে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন; আরও একজন নিখোঁজ রয়েছেন।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (NHC) সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম জ্যামাইকায় এখনো প্রবল বাতাস ও বৃষ্টিপাত চলছে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - আইন-আদালত