রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বৃদ্ধির যে হুমকি দিয়েছেন তা ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়ার গ্যাস আমদানিতে উৎসাহিত করেছে। যেন বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলো প্রচলিত তেল সরবরাহ গ্রহণ বন্ধ করায় ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে হয়েছে।’
ভারত নিজের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, রাশিয়ার তেল কেনার কারণে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ভারত । সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।

















