অবশেষে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার শীর্ষ বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিন ঘণ্টা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে, এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি আছে।
শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে চুক্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলা প্রয়োজন। চুক্তির বিষয়টি শেষ পর্যন্ত তাদের ওপর নির্ভর করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে।


















