মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দ্বিতীয় দফায় ‘এফ-১৬’ যুদ্ধবিমান পেলো ইউক্রেন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্মিত ‘এফ-১৬’ যুদ্ধবিমান দ্বিতীয় দফায় চালান হাতে পেয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে দ্যা কিয়েভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সদস্য দেশ ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট গত শনিবার এফ-১৬ জঙ্গিবিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেন। তবে তিনি একথা পরিষ্কার করেননি যে, কয়টি বিমান তিনি হাতে পেয়েছেন। এসব বিমান এরইমধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত করা হয়েছে কিনা তাও তিনি স্পষ্ট করেননি।

জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধবিমান দেয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত