ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।
এএফপির খবরে বলা হয়, রাশিয়ার যুদ্ধ বন্ধে ‘ফলপ্রসূ ফোনালাপ’ -এর পর মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে তিনি হাঙ্গেরির রাজধানীতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
তবে হোয়াইট হাউস মঙ্গলবার (২১ অক্টোবর) জানায়, বুদাপেস্টে বৈঠকের ঘোষণা সত্ত্বেও শিগগিরই ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি সময় নষ্ট করতে চাই না। দেখি কী হয়।
এএফপির এক সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে অনেক কিছু ঘটছে। আগামী দুই দিনের মধ্যে আমরা কী করছি, তা আপনাদের জানিয়ে দেব।
হোয়াইট হাউস জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। বুদাপেস্ট বৈঠকের ব্যবস্থার বিষয়ে তারা সোমবার ফোনে কথাও বলেছিলেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু রুশ নেতার আচরণে বারবার হতাশ হয়েছেন তিনি।


















