মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন করছেন ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৯, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, নেতাদের সঙ্গে তার ভালো বৈঠক হয়েছে এবং ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তায় মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত থাকবে।

তিনি আরও বলেছেন, রুশ প্রেসিডেন্টকে তিনি ফোন করেছেন। জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠকের পাশাপাশি তিন ব্যক্তির সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের ব্যবস্থা শুরু করেছেন।

শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা এবং ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। যদিও বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার উপদ্বীপের সংযুক্তিকে অবৈধ বলে অভিহিত করে।

গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠকের পর ইউক্রেন ও তার মিত্র ইউরোপীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এ নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি এক্স এ লিখেছেন, ‘আজ ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এটি একটি দীর্ঘ এবং বিস্তারিত কথোপকথন ছিল, যার মধ্যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং শান্তি কিভাবে আরও কাছে আনা যায়, আমাদের পদক্ষেপগুলি কি হবে- এসব নিয়ে আলোচনা হয়েছে।’

এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের ফলাফল সম্পর্কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিবিসিকে বলেন, ‘নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে দুই ঘণ্টার আলোচনাটি ভালো ছিল। সত্যিকারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কারণ আমরা এখন সেই নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, দ্বিপাক্ষিক বৈঠক এবং আগামীতে প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের পথে এগিয়ে যাওয়া, একটি স্থায়ী ও ন্যায্য শান্তির ফলাফলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ - আইন-আদালত