ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধসহ নানা বিষয়ে সুরাহা করতে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বৈঠকের পর পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।।
বুধবার (১৩ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প একথা বলেন।
আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়া শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প।
তিনি আরও বলেন, শুক্রবারের বৈঠকটি ভালো হলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার সুযোগ থাকবে। যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন।
তবে প্রথম বৈঠকে আলোচনা ভালো না হলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না বলেও জানান ট্রাম্প।
এর আগে বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হলেও আলাস্কায় শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়। যা কিছু বলার সবই বলবেন পুতিন।
লেবিট আরও বলেন, এই যুদ্ধে জড়িত শুধুমাত্র একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। তাই কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে আরও ভালো করে বুঝতে আপাতত সঠিক লক্ষ্য ঠিক করবেন প্রেসিডেন্ট। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শ্রবণ অনুশীলন।


















