সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পোপ ফ্রান্সিস মারা গেছেন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।

সোমবার (২১ এপ্রিল) এক ভিডিও বিবৃতিতে ভ্যাটিকান একথা জানিয়েছে।

মৃত্যুকালে ফ্রান্সিসের বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি কিছুদিন আগে গুরুতর নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন।

মৃত্যুর একদিন আগেও পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা প্রদান করেছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাথলিক চার্চের প্রধান আর্চবিশপ কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের টিভি চ্যানেলে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ঘোষণা করেছেন। তিনি বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করতে হচ্ছে।

তিনি বলেন, আজ (সোমবার) সকাল সাড়ে সাতটার পর তার মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

সর্বশেষ - আইন-আদালত