ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ জিএমটি) এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপের অনেক ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।
এএফপি খবরে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করে।
সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, বোগো শহরের প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে।
গভর্নর বারিকুয়াত্রো তার অফিসিয়াল ফেসবুকে জানান, গুরুতর আহত রোগীদের সংখ্যা বেশি হওয়ায় কিছু রোগীকে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রদেশের অন্যত্র আরো ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে ১৪৭ জন আহত হয়েছে এবং ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসিন্দাদের দ্বারা ধারণকৃত এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গেছে, সেবুর কাছে বান্টায়ান দ্বীপে অবস্থিত একটি পুরোনো ক্যাথলিক গির্জার ঘণ্টা টাওয়ার ভূমিকম্পের সময় কেঁপে উঠছে এবং পরে ভেঙে পড়ছে।





















