বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বোমা আতঙ্ক: ১৯৩ আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৪, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

বোমা আতঙ্কে কলকাতাগামী একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ভারতীয় সংস্থা ইন্ডিগোর ওই ফ্লাইটটি বৃহস্পতিবার দেশটির নাগপুর শহর থেকে কলকাতা আসছিলো। সেই সময়ই খবর পাওয়া যায় উড়োজাহাজে বোমা রয়েছে। এসময় তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে যাত্রীগামী ফ্লাইটটি অবতরণ করে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ফ্লাইটটিকে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ করানো হয়। ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ সবমিলিয়ে ১৯৩ জন আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশিও চালানো হয়।

indigo2

রায়পুরের সিনিয়র পুলিশ কর্মকর্তা সন্তোষ সিং বলেন, বোমার হুমকি পাওয়ার পরে, ১৮৭ জন যাত্রী এবং ছয়জন ক্রু মেম্বার নিয়ে ইন্ডিগো ফ্লাইটটি রায়পুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় এবং বোম স্কোয়াডকে ডাকা হয়। যাত্রীদের নামানোর পর নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি চালান।

তিনি আরও বলেন, তবে তল্লাশির পর উড়োজাহাজের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি। এরপর উড়োজাহাজটিকে ১৪৩ জন যাত্রীসহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয়।

গেলো কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় উড়োজাহাজে বোমা রাখার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় ফ্লাইট তো বটেই, আন্তর্জাতিক ফ্লাইটেও একাধিকবার বোমা রাখার খবর আসে। যদিও পরে দেখা যায়, এসব ফ্লাইটে বোমা রাখার তথ্য ভুয়া ছিলো। প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন-আদালত