রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৭, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। রাজধানী অ্যাথেন্সসহ বিভিন্ন অঞ্চলে পাঁচটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ঘরবাড়ি পুড়েছে, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছে দেশটি।

অ্যাথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে আফিদনেসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে অ্যাথেন্স শহর পর্যন্ত।
চরম তাপদাহের মধ্যে দাবানলের এই সংকট দেখা দিয়েছে। রবিবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গ্রিসের জলবায়ু ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোয়ানিস জানান, ঘরবাড়ি ও বনাঞ্চল পুড়ে গেছে, মানুষের জীবন হুমকির মুখে পড়েছে এবং দমকলকর্মীরা আহত হয়েছেন।

তীব্র বাতাস ও প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে ছয়টি অতিরিক্ত ফায়ারফাইটিং বিমান চেয়েছে গ্রিস সরকার।
এভিয়া দ্বীপ, কিথিরা দ্বীপ, মেসিনিয়ার ট্রিফিলিয়া ও ক্রিট দ্বীপেও দাবানলের বিস্তার ঘটেছে। ধ্বংস হয়েছে বিদ্যুৎলাইন, বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।
ফায়ার সার্ভিস, হেলিকপ্টার ও বিমানসহ দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
এখন পর্যন্ত ছয়জন দমকলকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একাধিক অঞ্চলে জরুরি সতর্কতা পাঠিয়ে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। গত মাসে খিওস দ্বীপে দাবানলে ৪,৭০০ হেক্টর জমি পুড়ে যায়। এর আগে জুলাইয়ের শুরুতে ক্রিটে ৫ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছিল।

সর্বশেষ - আইন-আদালত