সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতের তুলনায় চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে: রাহুল গান্ধী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলনেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। বলেন, অন্যদিকে ভারতের তুলনায় যেকোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি এ কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন।

তিনি আরও বলেন, যেকোনো দেশ চলে উৎপাদন ও খরচের ওপর ভর করে। অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির উত্তরোত্তর উন্নতি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে।

সর্বশেষ - রাজনীতি