বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতে বিধ্বস্ত সেই প্লেনে ছিলেন ১৬৯ভারতীয় এবং ৫৩ ব্রিটিশ নাগরিক: বিবিসি

প্রতিবেদক
Newsdesk
জুন ১২, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত সেই প্লেনে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

বিমান সংস্থাটি জানায়, প্লেনটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।

সরকারি সূত্র বলছে, দুর্ঘটনাকবলিত প্লেনেটি বোয়িং সংস্থার বি-৭৮৭ ড্রিমলাইনার ছিল। ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান নাগরিক এবং সাতজন পর্তুগিজ নাগরিক নিয়ে এটি উড়াল দিয়েছিল। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর।

এই ধরনের প্লেনে সর্বোচ্চ ২৯০ থেকে ৩০০ জন যাত্রী থাকতে পারে বলে জানিয়েছে ডিজিসিএ সূত্র।

ভারতের বিমান সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এতে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাদের মধ্যে দু’জন পাইলট।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত প্লেনে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় রূপাণী। তিনি লন্ডনে যাচ্ছিলেন। তার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মাঝে প্লেনটি ভেঙে পড়ে। দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি দল। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

কী কারণে প্লেনটি ওড়ার কিছু সময় পরই আছড়ে পড়ে বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্লেনটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। সূত্র: বিবিসি

সর্বশেষ - আইন-আদালত