ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় তাকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা অন্য আরোহীরাও প্রাণ হারিয়েছেন।
সংবাদসংস্থা পিটিআই ও ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি মুম্বাই থেকে বারামতী যাচ্ছিল। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।
এনসিপি সূত্রে জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বারামতী যাচ্ছিলেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ নেতা। অজিত পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ডিজিসিএ জানিয়েছে, বিমানে অজিত পওয়ার ছাড়াও তার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও), একজন সহকারী এবং দুজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে বলেন, অবতরণের শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। আগুন নেভাতে দমকল ও পুলিশ দ্রুত কাজ শুরু করলেও আরোহীদের বাঁচানো যায়নি।
এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। ডিজিসিএ এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।


















