থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে ৭০ জন নিখোঁজ হয়েছে। মিয়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৭০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ব্যাংককের চতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে অন্তত ৫০ জন লোক ছিলো।
থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে, সাত জন মানুষ রক্ষা পেলেও বাকিরা আটকা পড়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি-ও বহু মানুষ নিখোঁজের খবর জানায়।
‘যখন আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছালাম, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। আমাকে সাহায্য কর, বলে চিৎকার করছে’ বলছিলেন ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই।













The Custom Facebook Feed plugin