শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার নর্থইস্ট বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পর একটি মেডিকেল ট্রান্সপোর্ট জেট বিধ্বস্ত হয়েছে। আগুনের গোলায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
বিমানে এক শিশুর সঙ্গে তার মা, একজন চিকিৎসক, প্যারামেডিক, পাইলট ও কো-পাইলটসহ মোট ছয়জন ছিলেন। শিশুটির যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে তারা মেক্সিকোয় ফিরছিলেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, Learjet 55 মডেলের উড়োজাহাজটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই এটি ১,৬০০ ফুট উচ্চতায় উঠে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এখনো কেউ বেঁচে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে।
স্থানীয়রা বিকট শব্দ ও ঘর কেঁপে ওঠার কথা জানান। ফিলাডেলফিয়ার জরুরি বাহিনী ও পেনসিলভানিয়ার গভর্নর Josh Shapiro ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত চালাচ্ছে।
এর মাত্র দুই দিন আগে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। তাতে মারা যান ৬৭ জন।