মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়, নিহত ৩০

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় ও চরম শীতের কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত, জমাট বরফ ও হিমশীতল বাতাসে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানায়, ঝড়ের প্রভাবে দেশের বহু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে ‘হিমশীতল বাতাস’ ছড়িয়ে পড়তে পারে। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক কম তাপমাত্রা বজায় থাকার আশঙ্কাও রয়েছে।

এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়তে পারে, যা বয়স্ক, শিশু ও গৃহহীনদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। স্থানীয় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং উষ্ণ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে প্রায় ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য, যেখানে বরফ জমে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

চরম শীতের কারণে শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়েছে। ইউনিভার্সিটি অব মিসিসিপি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দুর্যোগ ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে।

এদিকে, শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে লাখো যাত্রী ভোগান্তিতে পড়েন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত