মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত তিন

প্রতিবেদক
Newsdesk
জুন ২৪, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ

ইরান ও ইসরাইল একটি ‘পর্যায়ক্রমিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণার পরপরই ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে ইরান। দখলদারদের সামরিক বাহিনী-আইডিএফ বলছে, নতুন করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) সকালে ইসরাইলের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইসরাইলের জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।

israel

হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকারীরা বলছে, হামলায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে ইরানের মিসাইল হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

তেল আবিবসহ অধিকাংশ শহরের সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। সাইরেন শোনার সাথে সাথে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

এর আগে ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ইসরাইল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে। তবে ট্রাম্পের এমন ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান বা তেল আবিব।

সর্বশেষ - আইন-আদালত