সোমবার , ২৪ জুন ২০২৪ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রাশিয়ায় গোলাগুলি, ১৫ পুলিশসহ নিহত ২২

প্রতিবেদক
Newsdesk
জুন ২৪, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

রাশিয়ার দক্ষিণের দাগেস্তান প্রদেশের কয়েকটি জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য ও একজন পুরোহিতের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে ছয় বন্দুকধারীরও। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। যার মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা ও ন্যাশনাল গার্ড অফিসাররা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় দাগেস্তানের ডারবেন্ট ও মাখাচকালা শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, দুটি গির্জায় ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীরা এ হামলা চালায়।

দাগেস্তানের প্রধান শহর মাখাচকালায় উপাসনালায়গুলোতে হামলা চালানো হয়। আর ডারবেন্ট শহরের যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা।

দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ সোমবার সকালে এক টেলিগ্রাম বার্তায় বলেন, এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে কতজন পুলিশ নিহত এবং কতজন আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

মেলিকভ বলেন, আমরা বুঝতে পেরেছি, সন্ত্রাসী হামলার সংগঠনের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে সিএনএন জানায়, নিহতদের মধ্যে একজন অর্থোডক্স পুরোহিত রয়েছেন। হামলায় জড়িতদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

ওয়াগনার বাহিনীর অবশেষ নিয়ন্ত্রণ করে ক্রেমলিনওয়াগনাএরইমধ্যে ছয় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ হামলায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। দাগেস্তানে আগেও কয়েকবার হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি কেউ।

লোহিত সাগর থেকে ফেরত যাচ্ছে মার্কিন রণতরী!লোহিত

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলো বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে। অবশ্য ডারবেন্টে এর আগে গাড়িতে করে হামলাকারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

গত এপ্রিলে দাগেস্তান থেকে চারজনকে গ্রেপ্তার করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। এর আগের মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মানবিক বিপর্যয়ের আশঙ্কা ফেনীতে বানভাসি মানুষের বাঁচার আকুতি, উদ্ধারে সেনাবাহিনী-বিজিবি

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ : জিএম কাদের

এফটিএ হচ্ছে ভারতসহ পাঁচ দেশের সঙ্গে

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগ গৃহীত

অসম্ভবকে সম্ভব করেছে ঐকমত্য কমিশন, জাতি অভিভূত: প্রধান উপদেষ্টা

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৮১৮০ কোটি টাকা

ঢাকা জেলা আ. লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

যান্ত্রিক ত্রুটি নিয়ে  এয়ার এরাবিয়ার চট্টগ্রামে অবতরণ, প্রাণে বাঁচলেন ১৯১ যাত্রী