রাশিয়ার মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। জানা গেছে বিমানটিতে তিন পাইলাট ছিলেন, তারা সবাই নিহত হয়েছেন।
শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়।
জরুরি সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুসারে তিনজন পাইলট নিহত হয়েছেন।’
এছাড়া বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিলো।
বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রিয়া।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।












The Custom Facebook Feed plugin