রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৬, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৫ অক্টোবর) লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেলে সব ধর্ম-বর্ণের হাজার হাজার প্রতিবাদী মানুষ ঐক্যবদ্ধভাবে সড়কে নেমে দিনভর পাহারা দেয়।

মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে এই প্রতিরোধ আন্দোলনে যোগ দেন সাবেক লেবার নেতা ও বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) জেরেমি করবিন।

পুরো টাওয়ার হ্যামলেটস জুড়ে জনগণের স্লোগানে মুখরিত ছিলো রাজপথ। জনতার সম্মিলিত বর্ণবাদবিরোধী উপস্থিতির কারণে ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীটি শেষ পর্যন্ত এলাকায় ঢুকতে পারেনি। এ সময় পুলিশ প্রশাসনও ছিলো স্থানীয়দের সহায়তায়।

london1

হোয়াইটচ্যাপেলের শান্তি র‍্যালি ও জনসমাবেশ থেকে নেতারা ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই। নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি।

ইউনাইটেড ইস্ট অ্যান্ড-এর চেয়ার ড. গ্লিন রবিন এবং জাতীয় নেতা জেরেমি করবিন এমপি সমাবেশে বক্তব্য রাখেন।

স্ট্যান্ড আপ টু রেসিজম এর বক্তারা এই বিজয়কে ‘শান্তিকামী মানুষের’ বিজয় হিসেবে অভিহিত করে বলেন, কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়। কোনো ফার রাইট বা বর্ণবাদী মতবাদকে প্রশ্রয় দেবে না টাওয়ার হ‍্যামলেটস। ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি – ভবিষ্যতেও পারবে না।

জেরেমি করবিন তার বক্তব্যে ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’ -এর প্রসঙ্গ টেনে বলেন, আমরা সবসময় টাওয়ার হ্যামলেটসের পাশে থাকবো। এখানে টমি রবিনসনের কোনো জায়গা নেই। আমার মা এসেছিলেন ১৯৩৬ সালে ব্যাটল অব ক্যাবল স্ট্রিট জুইস কমিউনিটির পক্ষ। আজ আমি এসে আপনাদের পাশে।

london2

এই বর্ণবাদ বিরোধী শান্তি সমাবেশে সমাজের বিভিন্ন স্তর ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সংহতি জানাতে উপস্থিত ছিলেন, জুইস সোসালিস্ট ফোরামের চেয়ার ডেভিড রোজনবাগ, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনেদ আহমেদ, স্ট্যান্ড আপ টু রেসিজমের ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চের রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, এমসিএ’র প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, লোকাল চার্চ নেত্রী মাদার বেনেডিক্ট, সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ডের অ্যাক্টিভিস্ট সামিরা আলি, টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরামের প্রতিনিধি সুফিয়া আলম।

মেট পুলিশ ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’র যথেষ্ট কারণ থাকায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে এই ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ ‘ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর’ প্রস্তাব পাশ হয়, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর (প্রশাসনিক বিভাগ) বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি ‘প্রত্যাখ্যান’ করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে লক্ষ্যবস্তু করে এখানে আসে।

london3

এই শান্তিপূর্ণ সমাবেশ ছিলো ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক। এই জয় আবারও প্রমাণ করে, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি – ভবিষ্যতেও পারবে না।

সর্বশেষ - আইন-আদালত