বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সম্পর্ক ‘ভাঙনের দ্বারপ্রান্তে’, নাগরিকদের আমেরিকা ভ্রমণে সতর্ক করল রাশিয়া

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১২, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

সম্পর্ক ‘ভাঙনের দ্বারপ্রান্তে’ উল্লেখ করে নাগরিকদের যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ করার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। এসব দেশের কর্তৃপক্ষের হাতে রাশিয়ার নাগরিকরা ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারেন এমন আশঙ্কায় এই সতর্কতা জারি করে মস্কো।

আজ বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কতা জারি করেন। সতর্কতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈরী সম্পর্কের কারণে রুশ নাগরিকরা বিপদে পড়তে পারেন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ভাঙনের দ্বারপ্রান্তে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত বা সরকারি কারণে যুক্তরাষ্ট্র সফরে গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

জাখারোভা কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত মার্কিন মিত্রদেশগুলোকে যুক্তরাষ্ট্রের ‘স্যাটেলাইট’ হিসেবে উল্লেখ করেন এবং রাশিয়ার নাগরিকদের এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত বলে মত দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রও তার নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের নাগরিকরা রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা হয়রানি বা আটকের সম্মুখীন হতে পারেন। কিংবা জাতীয়তার কারণে ‘স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের’ শিকার হতে পারেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকট পরবর্তী সময়ের চেয়ে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে।

সর্বশেষ - আইন-আদালত