বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সীমান্ত পার হওয়ার অভিযোগে পাকিস্তানে আটক বিএসএফ সৈন্য

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৪, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবলকে আটক করেছে পাকিস্তানি সেনারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) এই ঘটনাটি ঘটে। আটককৃত ওই কনস্টেবল পিকে সিং। তিনি বিএসএফ-এর ১৮২তম ব্যাটালিয়নের কনস্টেবল। তীব্র গরমের কারণে স্থানীয় কৃষকদের সঙ্গে থাকাকালীন ছায়ার সন্ধানে ভুলবশত সীমান্ত পার হয়ে যান তিনি।

বর্তমানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে যাতে তাকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনা যায়। বিএসএফের পক্ষ থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ইতোমধ্যে, চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণাও দিয়েছে পাকিস্তান।

সর্বশেষ - আইন-আদালত