বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হংকংয়ে আবাসিক কমপ্লেক্স ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ শতাধিক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৭, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

হংকংয়ের আবাসিক কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই অগ্নিকাণ্ডে আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) আগুন সূত্রপাত হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

ফায়ার সার্ভিস বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ৪৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এর মধ্যে ৪০ জন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া গুরুতর অবস্থায় আছেন আরও ৪৫ জন। আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টা ধরে আগুন জ্বলছে।

এর আগের আপডেটে ৩৬ জনের মৃত্যু এবং ২৭৯ জন নিখোঁজ ছিলেন। এতে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এরমধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।

আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে।

সর্বশেষ - আইন-আদালত