যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করেই রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপ-পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানকে ট্রাম্পের পছন্দ অনুযায়ী ঢেলে সাজানো হয়েছিলো। খবর রয়টার্সের।
জমকালো এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে। তিনি এই টুর্নামেন্টকে ‘অনন্য, তারকাখচিত ও অসাধারণ’ বলে বর্ণনা করেন। মঞ্চ মাতান বিশ্ববিখ্যাত শিল্পী আন্দ্রেয়া বোচেল্লি (তিনি গেয়েছেন ট্রাম্পের প্রিয় গান ‘নেসুন দোরমা’), রবি উইলিয়ামস, নিকোল শারজিঙ্গার এবং শেষে ভিলেজ পিপলের ‘ওয়াইএমসিএ’ গানে নেচে উঠে পুরো হল। ফুটবলের বাইরে টম ব্রেডি, শাকিল ও’নিল, অ্যারন জাজ ও ওয়েন গ্রেটজকির মতো তারকারাও এসেছিলেন অতিথি হিসেবে।
ড্র-এর মূল আকর্ষণ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে রঙিনা মঞ্চে দাঁড়িয়ে গেম-শো স্টাইলে বল টেনে গ্রুপ নির্ধারণ করেন। পরে চারজনে মিলে সেলফিও তুলেছেন ইনফান্তিনোর সঙ্গে।
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিলো ফিফার নবপ্রবর্তিত ‘শান্তি পুরস্কার’ প্রদান। সোনালি গ্লোব আকৃতির এই বিশাল ট্রফি তুলে দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। গাজা ও ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাত নিরসনে তার ভূমিকার কথা উল্লেখ করে এই সম্মান দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, এটা আমার জীবনের অন্যতম বড়ো সম্মান—এবং তারও বেশি কিছু। আমি পুরস্কার চাই না, আমি আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে চাই।
তিনি আরও দাবি করেন, ক্ষমতায় আসার মাত্র দশ মাসের মধ্যে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন—যদিও এই দাবিকে বিতর্কিত বলছে রয়টার্স।
৪৮ দলের এই বিস্তৃত বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে, ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।
রয়টার্স বলছে, শুক্রবারের এই ড্র অনুষ্ঠান শুধু ফুটবলের নয়, রাজনীতি ও বিনোদনেরও এক অভূতপূর্ব মিশ্রণ হয়ে থাকলো। অনেকেই বলছেন, ২০২৬ বিশ্বকাপের আসল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এখন থেকেই ঠিক হয়ে গেছে—তিনি ডোনাল্ড ট্রাম্প।

















