সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২০ লাখ লিটার তেলসহ জাহাজ জব্দ করল ইরান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

ইরানি জলসীমায় ২০ লাখ লিটারের বেশি চোরাচালান করা জ্বালানি তেলসহ একটি ট্যাংকার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনায় ১৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদারজি জানান, সোমবার ইরানের জাস্ক বন্দরের কাছে এই অভিযান চালানো হয়। নৌবাহিনীর সহায়তায় সীমান্তরক্ষীরা একটি তেলের ট্যাংকার আটক করে, যাতে বিপুল পরিমাণ চোরাচালান করা জ্বালানি তেল ছিল।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমোজগান প্রদেশের সীমান্তরক্ষীরা জানতে পারেন যে, একটি বড় চোরাচালানকারী চক্র কুহ-ই মোবারক থেকে ২৩ মাইল দূরে ‘ফিনিক্স’ নামের একটি ট্যাংকারে করে বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা করছে। ট্যাংকারটি তৃতীয় কোনো দেশের পতাকা ব্যবহার করছিল।

দ্রুত অভিযান চালিয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্যাংকারটি আটক করা হয়। তল্লাশির পর ট্যাংকারটি থেকে ২০ লাখ ৩ হাজার ৭৫৫ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দ করা জ্বালানির বাজারমূল্য প্রায় ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জাস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেনারেল গুদারজি জানান, সীমান্তরক্ষী বাহিনী স্থল ও সমুদ্র উভয় সীমানাতেই চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ - আইন-আদালত