বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ হন গোবিন্দ।
নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। গুলি লাগার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংস্থাকে বলেছেন, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে ভোরে মুম্বাইয়ের বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান।
তখন হাত থেকে মাটিতে পড়ে গুলি বেরিয়ে গোবিন্দর পায়ে বিদ্ধ হয় বলে জানান শশী সিংহ।
দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করেন।
তবে ৬০ বছর বয়সী অভিনেতার অবস্থা নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।












The Custom Facebook Feed plugin