রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন তিনি।
গতকাল শনিবার সকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এরপর বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ থাকার কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তারা বিব্রতবোধ করছিলেন।

সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এ অভিনেত্রী।

সর্বশেষ - আইন-আদালত