এটি কি নজরদারি প্রযুক্তি সংগ্রহের গোপন উদ্যোগের অংশ নয়?
ঢাকা | সালাহউদ্দিন আহমেদ: – বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)–এর প্রধান জনাব গোলাম রসূল সম্প্রতি বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ যেমন WhatsApp, Telegram, Botim ইত্যাদির কমিউনিকেশন নজরদারির প্রযুক্তি (lawful interception solution) নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নজরদারি সরঞ্জাম সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসবি প্রধানসহ অন্তর্বর্তী সরকারের দুইজন উচ্চপর্যায়ের ব্যক্তি গত কয়েক সপ্তাহ ধরে এই প্রযুক্তি সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন।
-এমন প্রেক্ষাপটে আজ রাতে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান “DevsZone”এর অর্থায়নে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন এসবি প্রধান গোলাম রসূল ।
তবে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের অনুমোদন (জিও) সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু রহস্যজনকভাবে গোলাম রসূলের এই সফরসংক্রান্ত জিওটি সেখানে পাওয়া যায়নি। অথচ একই দিনে জারি করা অন্য সব জিও ওয়েবসাইটে দৃশ্যমান রয়েছে।
অন্যদিকে, ২৩ মার্চ ২০২৫ তারিখে জারি করা একটি সরকারি নির্দেশনা (সংযুক্তি–২)–তে স্পষ্টভাবে বলা আছে, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর অবশ্যই পরিহার করতে হবে।
ফলে যুক্তিযুক্ত প্রশ্ন উঠছে ৭ অক্টোবর ২০২৫ তারিখের জিও অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান DevsZone এর অর্থায়নে যুক্তরাজ্য সফর আয়োজন কি সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন নয়?
বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করা হলে এসবি প্রধান জনাব গোলাম রসূল বলেন,
“নজরদারি সরঞ্জাম নয়, ভিআইপি ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এক্সরে ইকুইপমেন্ট পরিদর্শন ও প্রযুক্তি বোঝার জন্যই যুক্তরাজ্য যাচ্ছি।”
– তিনি নজরদারি সরঞ্জাম ক্রয়ের অভিযোগকে “সম্পূর্ণ কল্পনাপ্রসূত” বলে দাবি করেন। তবে তিনি স্বীকার করেছেন যে সফরটি DevsZone–এর অর্থায়নেই হচ্ছে এবং জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন নিয়েই এই সফর আয়োজন করা হয়েছে।


















